দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

| আপডেট :  ২২ আগস্ট ২০২১, ০৫:১৯  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২১, ০৫:১৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৫ হাজার ২৮২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৮০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন। ২৪ ঘন্টায় ৩১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৫.১৬ শতাংশ। রবিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে প্রাণঘাতি করোনা ভাইরাসের ভয়াল থাবার তীব্রতা দিন দিন বেড়ে চললেও তা বর্তমানে আগের তুলনায় কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ও মৃত্যু হার বিশ্বজুড়ে কমে আসতে শুরু করেছে। সারা বিশ্বে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার।

রবিবার (২২ আগস্ট) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ১৩৫০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৪ লাখ ৩৬ হাজার ৬১০ জনে।

সর্বশেষ তথ্য অনুযায়ী আরও জানা যায়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে, দৈনিক মৃত্যুতে বরাবরের মতো শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ২১ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ লাখ ৩৬ হাজার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত