বরিশালের ঘটনা ভুল বোঝাবুঝি: স্থানীয় সরকার মন্ত্রী

| আপডেট :  ২২ আগস্ট ২০২১, ০৫:৩০  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২১, ০৫:২৯

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বরিশালের মেয়রের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ রোববার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ে নিজ দফতরে বরিশালের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্খা পূরণের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কখনও কখনও একসঙ্গে কাজ করতে গিয়ে ভুল বোঝাবুঝি হয়, আবার সময়ের সঙ্গে সঙ্গে তা নিরসনও হয়। বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও থানা নির্বাহী কর্মকর্তার ক্ষেত্রেও সেরকমই ঘটেছে বলে মনে করি।
তিনি আরও বলেন, বর্জ্য অপসারণের বিষয়ে অভিযোগের পরও তারা কিন্তু কাজ করেছে। প্রতিবাদ মিটিং-মিছিল ছিল, সেটাতো বন্ধ হয়েছে। হয়তো প্রশাসন ও মেয়র পরস্পরের মধ্যে কিছু আলোচনা হয়েছে। মেয়রতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বাভাবিকভাবেই তিনি একজন দায়িত্বশীল মানুষ। তারা বুঝেছে, এটা নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। এটা কারও জন্যই শুভকর না।

তিনি বলেন, প্রশাসনিক কর্মকর্তারা আমাদেরই ভাই। রাজনীতিবিদদের যেমন অবদান আছে, প্রশাসনিক কর্মকর্তারা সরকারের নির্দেশে কাজ করে। কেউ যদি দোষী হয়, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সবকিছু তদন্ত করা হবে। মন্ত্রণালয় তদন্ত কমিটি করলে জানানো হবে। প্রাথমিকভাবে মামলার পরও তদন্ত হচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় প্রশাসন ও রাজনীতিবিদের মধ্যে কোন মতপার্থক্য তৈরি হয়নি বলে মনে করি। যা হয়েছে সেটা নিরসন হয়ে যাবে। মন্ত্রী বলেন, সংক্ষুব্ধ পক্ষ ক্ষোভ প্রকাশ করতেই পারে। মামলা হয়েছে। এর মাধ্যমে নিরসন হবে সমস্যার।

প্রসঙ্গত, গত সপ্তাহের বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল, আনসার ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজনের চোখ নষ্ট হয়ে গেছে। আহত হয়েছেন শতাধিক। ওই ঘটনায় ইউএনও মুনিবুর রহমান গুলিবর্ষণ করেন বলে অভিযোগ আছে।

ঘটনার পর ইউএনও নিজে এবং কোতোয়ালী থানার এসআই শাহজালাল মল্লিক বাদী হয়ে বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করে ৬০২ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেন। এ দুই মামলায় এরই মধ্যে এক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার গ্রেফতারকৃত আসামিদের জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত