ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন বৃদ্ধি করা হবে: ভূমিমন্ত্রী

| আপডেট :  ২২ আগস্ট ২০২১, ০৭:৫১  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২১, ০৭:৫০

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলছেন, দুর্নীতি প্রতিরোধে দেশব্যাপী অভিযোগপ্রাপ্ত ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন বৃদ্ধি করা হবে। আজ রবিবার (২২ আগস্ট) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা জানান। সভায় ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত ভূমিসেবা গড়তে আমরা আরও কঠোর হবো। মন্ত্রণালয় পর্যায়ে এতো কার্যক্রম নেয়ার পরও ভূমিসেবাগ্রহীতাদের থেকে প্রায়ই অভিযোগ আসছে, যা সত্যিই দুঃখজনক। তিনি বলেন, দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব হবে না। মন্ত্রী বলেন, এজন্য জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। প্রয়োজনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত কাউন্সেলিং ও রিফ্রেসার্স ট্রেনিং করানো হবে।

তিনি বলেন, ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিটের সময় ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের প্রতিনিধি থাকতে হবে। মাঠপর্যায়ের জরিপ অফিসগুলো পরিদর্শনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে অনুরোধপত্র পাঠানো হবে।

সভায় ভূমিসচিব বলেন, চাহিদার ভিত্তিতে ভূমি অফিসের সংস্কার পরিকল্পনা নেয়া হবে যেন সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। তিনি আরও জানান, তহসিলদার (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) থেকে কানুনগো (এসিল্যান্ডের অধীনে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা) পদে পদোন্নতিপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ ছাড়া দায়িত্ব দেয়া হবে না।

সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান (ঢাকা), চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি, রাজশাহীর ড. হুমায়ুন কবীর, খুলনার ইসমাইল হোসেন এনডিসি, বরিশালের সাইফুল হাসান বাদল, সিলেটের খলিলুর রহমান, রংপুরের আবদুল ওয়াহাব ভূঞা, ময়মনসিংহের শফিকুর রেজা বিশ্বাস। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভাগীয় কমিশনারের সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত