সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো: স্বাস্থ্যমন্ত্রী
সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ ভ্যাকসিন দেশে আসবে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালে এ কথা জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি ডোজ টিকা পাওয়া যাবে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে।
তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে।
জাহিদ মালেক বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপাদত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না। যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত