মুরাদিয়ার বোর্ড অফিস থেকে ভক্তবাড়ি রাস্তার বেহাল দশা
দুমকী (পটুয়াখালী) থেকে: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড বাজারের জিরো পয়েন্ট থেকে কলবাড়ি বাজার হয়ে ভক্তবাড়ি রাস্তার বেহাল দশা। মেরামত জরুরি। মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার জনসাধারণ সড়কটি দিয়ে যাতায়াত করে। ব্যবসায়ীরা এ রাস্তা দিয়ে মালমাল পরিবহন করে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল ও শাকসবজি বোর্ড অফিস বাজার সহ বিভিন্ন বাজারে বিক্রির জন্য একমাত্র যাতায়াত মাধ্যম এ রাস্তাটি। এছাড়াও এ রাস্তা দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। রাস্তাটি বর্তমানে বিভিন্ন স্থানে খানাখন্দে পরিনত হয়েছে। বিটুমিন ও খোয়া উঠে গর্তে পরিনত হয়েছে। অটো রিকশা ভ্যান, মটরসাইকেলসহ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ঘটনাসূত্রে স্থানীয়রা জানান, রাস্তার এমন বেহাল অবস্থার কারণে গত জুন মাসের প্রথম দিকে এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে সন্তান প্রসব করেছেন।
স্থানীয়রা জানান, প্রতিশ্রুতি মিলেছে অনেক, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে না।
উপজেলা নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান বলেন, ১০.৪ কিলোমিটার দীর্ঘ রাস্তার ৬ কিলোমিটার কলবাড়ি বাজার পর্যন্ত আম্পান প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে এবং কলবাড়ি বাজার থেকে ১ কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের আওতায় আগামী ২৯ আগষ্টের ২০২১ সভায় উপস্থাপন করা হবে এবং বাকি রাস্তা পরবর্তীতে সংস্কারের ব্যবস্থা করা হবে।
এ প্রসঙ্গে মুরাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন হাওলাদার বলেন, রাস্তা মেরামতের জন্য ইতিমধ্যে ২বার কর্তৃপক্ষ মেপে গেছেন অচিরেই মেরামতের কাজ শুরু হবে। এছাড়াও রাস্তাটি সংস্কারের দাবি জানান স্থানীয় জনগন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত