চিতলমারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ ও আবৃতি প্রতিযোগিতা

| আপডেট :  ২৫ আগস্ট ২০২১, ০৫:২২  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২১, ০৫:২২

সাগর মন্ডল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নবলোক পরিষদ চিতলমারী শাখার উদ্যোগে বুধবার সকাল ১০ টায় চরবানিয়ারী উত্তর পাড়া কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক (অর্থ ও ঋণ) মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক ক্ষুদ্রঋণ (কৃষি ও অপারেশন) মুহা ফখরুল ইসলাম, পরিচালক নিরীক্ষা মোঃ শফিকুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি পংকজ রায়, নবলোক পরিষদের চিতলমারী শাখা ব্যবস্থাপক গৌতম মল্লিক। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালণায় ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার পুলক চন্দ্র সরকার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত