সবার প্রতি যে অনুরোধ জানালেন ডা. জাহাঙ্গীর কবিরের
সম্প্রতি করোনাভাইরাসের টিকা নিয়ে বক্তব্য একটি ভিডিও শেয়ার করে বেশ সমালোচনায় পড়েন চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির। এবার মুছে ফেলা ভিডিও আপলোড না দেওয়ার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয়।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সবার প্রতি আন্তরিক অনুরোধ আমি যে ভিডিওগুলো ডিলেট করেছি বা আমার অন্য যেকোন ভিডিও আপনারা কেউ সম্পূর্ন বা আংশিক ডাউনলোড করে কোন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোথাও আপলোড দিবেন না কারন এটা আইনত দন্ডনীয় অপরাধ। আমার YouTube এবং Facebook এর প্রত্যেকটি ভিডিও কপিরাইট করা।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিকিৎসক জাহাঙ্গীর কবিরের একটি ভিডিও নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। ভিডিওতে তিনি করোনার টিকা নিয়ে কিছু কথা বলেছেন। সমালোচনা উঠেছে, জাহাঙ্গীর কবির যে বক্তব্য দিয়েছিলেন, তা টিকা নিতে মানুষকে নিরুৎসাহিত করবে বা ভুল বার্তা দেবে। সমালোচনার মুখে জাহাঙ্গীর কবির ফেসবুক-ইউটিউব থেকে ওই ভিডিও ডিলিট বা মুছে দিয়ে টিকা নিয়ে ‘অসাবধানতাবশত’ ভুল তথ্য দেওয়ার জন্য ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন।
এমবিবিএসসহ অন্যান্য ডিগ্রি এবং একইসঙ্গে দীর্ঘ দিন চিকিৎসা পেশায় কর্মরত হলেও চিকিৎসকের চেয়ে নিজেকে লাইফস্টাইল মডিফায়ার হিসেবে স্বাচ্ছন্দ্যবোধ করেন ডা. জাহাঙ্গীর কবির। মানুষের জীবনের অভ্যাস বদলের মাধ্যমে সুস্থ জীবনযাপনের আহ্বান জানিয়ে আসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৫ লাখের বেশি এবং ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে ১৬ লাখের বেশি অনুসারী রয়েছের তাঁর।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত