টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে ফেভারিট বলে কিছু নেই – অনেকেই বলেন। কারণ চার-ছক্কার ম্যাচে কখন কোন দলের ব্যাটে-বলে হয়ে যায় তা বলা যায় না। এরপরও মিরপুর গ্রাউন্ডে আজ ফেভারিট হিসেবেই নামছে বাংলাদেশ। কারণ প্রথম ম্যাচে মোস্তাফিজ-সাকিব-নাসুমদের বোল চোখেই দেখেননি কিউই ব্যাটসম্যানরা।
প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে ম্যাচ জেতে ৭ উইকেটের বড় ব্যবধানে
আজ যে উইকেট রাতারাতি ব্যাটিং সহায়ক হয়ে যাবে না তা বলা যায় নিশ্চিত।
সে হিসেবে চেনা মাঠের চেনা কন্ডিশন সুবিধা নেবে বাংলাদেশ।
শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত