চিতলমারীতে আড়াই মাস ধরে ভারসাম্যহীন যুবক নিরুদ্দেশ
সাগর মন্ডল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর হিজলা ইউনিয়নের বেতিবুনিয়া এলাকার ইউসুব শিকদার (৪৫) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক আড়াই মাস ধরে নিরুদ্দেশ রয়েছেন। পরিবারের লোকজন অনেক খোঁজা-খুঁজি করার পরও তার কোন সন্ধান পায়নি।
ইউসুব শিকদারের স্ত্রী কোমেলা বেগম জানান, তার স্বামী কিছুটা মানসিক ভারসাম্যহীন। ইতোপূর্বে সে একাধিকবার কাউকে কিছু না বলে বিভিন্ন এলাকায় চলে গেলেও কয়েকদিন পরে বাড়িতে ফেরত আসে। কিন্তু সর্বশেষ সে গত ১৫ জুন বাড়ি থেকে চিতলমারী বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। এরপর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। কেউ ইউসুবের কোন সন্ধান পেলে (০১৯০৩-৫৪৭০১৮) নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন।
এ ব্যাপারে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাদশা শেখ জানান, ইতোপূর্বেও মানসিক ভাবে ভারসাম্যহীন ইউসুব একাধিক বার বাড়ি থেকে চলে গিয়ে আবার ফিরে এসেছে। সর্বশেষ ফিরে এসেছে কিনা আমার জানা নাই।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত