ঈদের আগে হাইকোর্টে আরও বেঞ্চ চান সুপ্রিম কোর্টের আইনজীবীরা

| আপডেট :  ২৯ এপ্রিল ২০২১, ১২:১২  | প্রকাশিত :  ২৯ এপ্রিল ২০২১, ১২:১২

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সীমিত পরিসরে ভার্চুয়াল মাধ্যমে চলছে উচ্চ আদালত। কিন্তু ঈদকে সামনে রেখে আরও কয়েকটি বেঞ্চ চালুর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভার্চুয়াল মাধ্যমে চলা ছয় বিচারপতির আপিল বেঞ্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বেশি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ চালুর অনুরোধ করেন।

এ সময় তিনি প্রধান বিচারপতিকে বলেন, ‘মাই লর্ড, আইনজীবীরা আমাকে এসে বলেন, আমি বারবার আপনাদের অনুরোধ করে বলছি। আপনারা হয়তো বিরক্ত হন, তবুও বলার একমাত্র জায়গা তো আপনারাই। তাই বলছি, আগামী সপ্তাহে আরও কয়েকটি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বাড়িয়ে দিন। সামনে ঈদ। মাঝে আর এক সপ্তাহ মাত্র কোর্ট খোলা।’

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আইনজীবীরা অনেক অসুবিধার মধ্যে আছেন। অনেকে পেশা পরিচালনা করতে পারছেন না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনজীবীদের জন্য ২০ হাজার টাকা করে ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আরও কিছু হাইকোর্ট বেঞ্চ বাড়িয়ে দিন।’

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতিকে ঈদের আগে আরও কয়েকটি হাইকোর্ট বেঞ্চ বাড়িয়ে দো অনুরোধ করেন।

এক পর্যায়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আপনারা কোর্ট বাড়াতে বলেন, কিন্তু করোনার যে অবস্থা তা তো দেখছেন। ভারতের অবস্থাও তো দেখছেন। আর কোর্ট বাড়ানোর ব্যাপারে তো আমি একা সিদ্ধান্ত নিই না। আমরা (আপিল বিভাগে ৬ বিচারপতি) সবাই বসেই পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিই। দেখি আমরা আজকে আবার বসে সিদ্ধান্ত নেব।’

এর আগে গত ১৮ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আরও বেশি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ চালুর আহ্বান জানালে প্রধান বিচারপতি বলেন, ‘শোনেন, আমরাও বারের (আইনজীবী সমিতি) থেকে এসেছি। আমরাও আইনজীবীদের সমস্যাগুলো বুঝি। জীবন ও জীবিকা দুটিই গুরুত্বপূর্ণ। তবে করোনার এই সময়ে আগে জীবন, পরে জীবিকা।’

দেশে করোনা সংক্রমণের উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আপিল বিভাগ সপ্তাহে ৩ দিন ও চেম্বার আদালত সপ্তাহের অন্য ২ দিন বসছে। এছাড়া বর্তমানে সীমিত পরিসরে ৬টি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত