বাধা পেরিয়ে আফগান অনূর্ধ্ব-১৯ দল আসছে বাংলাদেশে

| আপডেট :  ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৭  | প্রকাশিত :  ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৭

অবশেষে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই আসার পথটাও মসৃণ নয়। দেশটিতে ক্ষমতার পালাবদলের পর বেশ জটিলতার সম্মুখীন হতে হয়েছে দলটির। তবে সব বাধা বিপত্তি কাটিয়ে বাংলাদেশ সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে আফগানরা।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে জানা গেছে, দুই ভাগে বাংলাদেশে এসে পৌঁছাবে আফগান যুবারা। সে অনুযায়ী শনিবার বিকেল ৫টায় ঢাকা আসবে প্রথম ভাগ। এরপর সোমবার একই সময়ে আসবে দ্বিতীয় ভাগের ক্রিকেটাররা।

বাংলাদেশ সফরে দলটি সরাসরি আসতে পারছে না। সড়ক পথে পাকিস্তানের পেশোয়ারে এসেছে, এরপর দুবাই হয়ে ঢাকায় আসছে দলটি। ঢাকা এসে বিমানবন্দর থেকে সরাসরি সিলেটে চলে যাবে।

৫ থেকে ৯ সেপ্টেম্বর কোয়ারেন্টিনে থাকবে দলটি। পাঁচ ওয়ানডের সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৯, ১১, ১৪ ও ১৬ সেপ্টেম্বর। এরপর একটি চারদিনের ম্যাচ রয়েছে। যা শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। সিরিজ শেষে ২৭ সেপ্টেম্বর ফিরে যাবে তারা।

এই সিরিজের জন্য গত ১৯ আগস্ট থেকে সিলেটে চলছে বাংলাদেশ যুব দলের ক্যাম্প। করোনার ধাক্কা কাটিয়ে নবগঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এটিই হবে প্রথম আন্তর্জাতিক সিরিজ। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিবে বাংলাদেশ। গত বছর বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল আকবর আলীর নেতৃত্বাধীন টাইগার জুনিয়ররা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত