করোনার ভ্যাকসিন নিলো নারায়ণগঞ্জ সিটির ২ লাখ মানুষ

| আপডেট :  ০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১  | প্রকাশিত :  ০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: করোনা সুরক্ষায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় প্রায় দুই লাখ মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩০৩ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছে ৫৪ হাজার ৫৪৪ জন। শতক হিসেবে সিটি করপোরেশন এলাকায় ২০ ভাগ বাসিন্দা করোনা টিকা নিয়েছেন। করোনা মহামারী থেকে রক্ষা পেতে নিবন্ধন করে টিকা নেওয়ার আহবান জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা শেখ মোস্তফা আলী। তবে মডার্নার দ্বিতীয় ডোজের টিকার সংকট রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে শহরের নিতাইগঞ্জ এলাকায় জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, ‘করোনা সুরক্ষায় দ্বিতীয় ডোজ নিতে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছেন। তবে অন্যান্য দিনের তুলনায় মানুষ থাকলেও টিকা নিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি বলে জানান টিকা নেওয়া ব্যক্তিরা। তবে সেদিনও গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।টিকা নেওয়া পরেশ দাস বলেন, ‘টিকা নিতে ভীড় ছিল। কিন্তু ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করেই টিকা নিতে পেরেছি। কোন সমস্যা হয়নি।’

স্বাস্থ্যকর্মীরা বলেন, ‘এছাড়াও হাসপাতালে ৪টি বুথের মাধ্যমে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে যার জন্য ভীড়ও কম। মানুষের কোন ভোগান্তিতে পরতে হচ্ছে না। তবে ভীড় না থাকলেও মানুষ গাদাগাদি করে। মানুষ নিজ থেকে সচেতন না হলে বলে কি সচেতন করা যায়?

তারা বলেন, ‘হাসপাতালে শুধু মাত্র করোনা সুরক্ষায় মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। আর সিনোফার্মার প্রথম ডোজ দেওয়া হচ্ছে কিন্ডার কেয়ার হাসপাতালে। যার ফলে হাসপাতালে তেমন কোন ভীড় নেই। যারা আসছে মাত্র ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে টিকা নিতে পারছে।’

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোস্তফা আলী বলেন, ‘করোনা সুরক্ষায় ২ লাখ ৭৪ হাজার ৩৬১ জন জাতীয় পরিচয় পত্র দিয়ে ও ১ হাজার ৭৬২ জন পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছে। এর মধ্যে করোনা টিকা নিয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৮৪৭ জন। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩০৩ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছে ৫৪ হাজার ৫৪৪ জন। শতক হিসেবে সিটি করপোরেশন এলাকায় ২০ ভাগ বাসিন্দা করোনা টিকা নিয়েছেন। নিবন্ধনকৃত আরো প্রায় সোয়া লাখ লোক টিকা নেওয়ার বাকি আছে।’

সিনোফার্মার টিকা গ্রহণে অনেকে অনাগ্রহ দেখাচ্ছে? জবাবে তিনি বলেন, ‘এটা শুরু তে ছিল। কিন্তু এখন সবাই টিকা নিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার অনুমোদন দিয়েছে এখানে সন্দেহ বা অনাগ্রহ দেখানোর কিছু নেই। পৃথিবীর সব দেশে এখন সিনোফার্মার টিকা দেওয়া হচ্ছে। সবাইকে টিকা নিতে বলবো।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত