রাস্তার ইট তুলে নেয়ায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার একটি রাস্তার ইট তুলে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে একই এলাকার হাবিবুর রহমান খান ও তার লোকজন।
উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিচমত জামুয়ার গ্রামের এক কিলোমিটার ইটের রাস্তা থেকে ইট তুলে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে তারা। ফলে জন ভোগান্তিতে পড়ছে ওই গ্রামের দের শতাধিক পরিবার।
এর প্রতিকার চেয়ে একটি অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী। এছাড়া তারা চলাচলের রাস্তাটি প্রভাবশালীদের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত