পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের দালাল চক্রের ৫ সদস্য আটক

| আপডেট :  ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৩  | প্রকাশিত :  ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৩

ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: র‌্যাব-৮, পটুয়াখালী সিপিসি-১ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে (৫ সেপ্টেম্বর) দুপুরে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চার জন দালালকে অর্থদন্ড এবং এক জনকে সাত দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রধান করা হয়।

এরা হলো নাসরিন জাহান, শওখত আরা, মোসাঃ রিনা বেগম, সঞ্চয় কুমার দত্ত এদের সবার বাসা পটুয়াখালী সদর। প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে সর্বমোট চার হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং জুয়েল হাওলাদারকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশানার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আলাউদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী এবং ডাঃ ফাতেমা তুজ জোহরা বৃষ্টি, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, পটুয়াখালী সহ দন্ডবিধি আইন ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক অর্থদন্ড এবং কারাদন্ড প্রদান করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত