টানা দুই হারের পর জয়, যা বললেন কিউই অধিনায়ক

| আপডেট :  ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৩  | প্রকাশিত :  ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৩

হারলেই সিরিজ হাতছাড়া। এমন সমীকরণ সামনে রেখে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ১২৮/৫ রান করে। এরপর দুর্দান্ত বোলিং করে টাইগারদের ১৯.৪ ওভারে ৭৬ রানে গুঁড়িয়ে দিয়ে ৫২ রানের জয় পায় কিউইরা। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (২-১) ব্যবধান কমায় নিউজিল্যান্ড।

খেলা শেষে নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম ল্যাথাম বলেন, সত্যিই এটা ভালো পারফরম্যান্স। আমরা শুরুতে বেশ কিছু উইকেট হারালেও শেষ দিকে ভালো ব্যাটিং করতে পেরেছি। ৬২ রানে ৫ উইকেট পতনের পর হেনরি নিকোলাস ও টম ব্লান্ডেল দায়িত্বশীল ব্যাটিং করেছে। তাদের কারণেই আমরা এ উইকেটে ১২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে পেরেছি

তিনি আরও বলেন, আমরা সিরিজের প্রথম ম্যাচ থেকেই দেখছি মিরপুরে স্পিন দারুণ কাজ করছে। আমাদের দেশের উইকেট পেস বান্ধব হলেও এখানে ভিন্ন। আমরা অস্ট্রেলিয়া সিরিজ দেখেই মিরপুরের উইকেট সম্পর্কে ভালো ধারণা পাই। আমার বিশ্বাস সিরিজের বাকি দুই ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা হবে।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০.৫ ওভারে ৬২ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৫ বলে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলাস। এই জুটিতেই ১২৮/৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ২৯ বলে ৩৬ রান করেন নিকোলাস। আর ৩০ বলে ৩০ রান করেন টম ব্লান্ডেল।

টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২.৫ ওভারে স্কোর বোর্ডে ২৩ রান তুলেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। এরপর ৫৩ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ৫২ রানের জয় পায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত