আফগানিস্তান ইস্যুতে আলোচনায় বসছে ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান
এবার আফগানিস্তান ইস্যুতে আলোচনায় বসছে ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান। দেশগুলোর পররাষ্ট্র পর্যয়ে ভার্চুয়ালি এ বৈঠক হবে। এতে আফগান বিষয়ক চার দেশের বিশেষ প্রতিনিধি ও পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। খবর পার্সটুডে।
গত শনিবার (৪ সেপ্টেম্বর) ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে এক আলাপ করেন। এতে এ সিদ্ধান্ত হয়।
গত মাসে ইরান সফর করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। ওই সময় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে আফগানিস্তান ইস্যুতে কথা বলেন তিনি।
আর ইতোমধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে টেলিফোনে আলাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান। এ সময় আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠনের বিষয়ে কথা বলেন তিনি।
এর আগে আফগানিস্তানে ত্রাণ সহায়তা অব্যাহত রাখতে বিশ্বনেতাদের সঙ্গে সম্মেলনে বসার ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। দেশটিতে মানবিক বিপর্যয় ঠেকাতে আগামী ১৩ সেপ্টেম্বর জেনেভায় এ সম্মেলনে বসবেন তারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত