তালেবানের কৌশলের ব্যাপারে সবাই ভুল বুঝেছে: নিক কার্টার
ঝড়ের গতিতে আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। তবে ক্ষমতা দখলের ব্যাপারে তালেবানের কৌশল সম্পর্কে সবাই ভুল বুঝেছে বলে জানিয়েছেন ব্রিটিশ সামরিক প্রধান নিক কার্টার। তিনি বলেন, তাদের গতিই আমাদের অবাক করে দিয়েছিল এবং আমি মনে করি না যে তালেবান কী করতে যাচ্ছে তা আমরা বুঝতে পেরেছি।
সামরিক গোয়েন্দা তথ্য ভুল ছিল কী না জানতে চাইলে তিনি বলেন, সরকার বিভিন্ন উৎস থেকে গোয়েন্দা তথ্য পেয়েছে। শুধু সামরিক গোয়েন্দা তথ্যের ওপর সরকার নির্ভরশীল ছিল না বলেও জানিয়েছেন তিনি।
রোববার বিবিসিকে নিক কার্টার জানান, আমি মনে করি সবাই এই সহজ ব্যাপারে ভুল বুঝেছে। এমনকি তালেবানও আশা করেনি এত দ্রুত পরিস্থিতি বদলে যাবে।
তিনি আরও বলেন, আফগান সরকার যে কতটা নাজুক অবস্থায় আছে সে ব্যাপারে কেউ অনুমান করতে পেরেছে বলে আমি মনে করি না।
গত সপ্তাহেই আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব ব্রিটিশ ও মার্কিন সেনা। এর মধ্য দিয়ে দেশ হয়েছে দেশটিতে ২০ বছরের সংঘাতের।
তবে পশ্চিমা বাহিনীকে এভাবে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে। এমনকি তালেবান যে গতিতে আফগানিস্তান দখল করেছে তা নিয়েও সমালোচনা চলছে।
এই সপ্তাহের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডোমিনিক রাব সংসদ সদস্যদের বলেছিলেন, গোয়েন্দাদের ধারণা ছিল আগস্টে নিরাপত্তা পরিস্থিতির “স্থিতিশীল অবনতি” হবে, কিন্তু “এই বছর কাবুল পতনের সম্ভাবনা নেই”। কিন্তু সেসব ধারণা ভুল প্রমাণ করে আগস্টের মাঝামাঝি সময়ে কাবুলের পতন হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত