আফগানিস্তানের স্বীকৃতি পাওয়ার অধিকার আছে: তালেবান

| আপডেট :  ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৮  | প্রকাশিত :  ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৮

আন্তর্জাতিক সম্প্রদায়কে কাবুলে নিজ নিজ দেশের দূতাবাস খোলার আহ্বান জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। একইসঙ্গে নতুন সরকারকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও করেছেন তিনি। সোমবার কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র বলেন, ‘যুদ্ধ শেষ হয়ে গেছে। দেশ এখন ক্রমেই সংকট কাটিয়ে উঠছে। এখন সময় শান্তি ও দেশগঠনের। এ সময় আমাদের জনগণের সহযোগিতা ও সমর্থন দরকার।’

সংবাদ সম্মেলনে থাকা সাংবাদিকদের উদ্দেশে জোর দিয়ে জাবিউল্লাহ বলেন, ‘আফগানিস্তানের স্বীকৃতি পাওয়ার অধিকার আছে।’

এসময় আফগান সেনাবাহিনীর পলাতক সদস্যদেরকে নতুন সরকারের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

জাবিউল্লাহ বলেন, ‘আফগান সেনাবাহিনীর যারা গত ২০ বছরে প্রশিক্ষণ পেয়েছেন, তাদেরকে তালেবান সদস্যদের সঙ্গে নিরাপত্তা বিভাগে যোগ দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’

সেই সঙ্গে হুশিয়ারিও দেন তালেবান মুখপাত্র। বলেন, নতুন সরকারের আমলে কোনো ধরনের অশান্তি ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার কঠোর জবাব দেওয়া হবে।

আফগান সরকারকে ক্ষমতাচ্যুত করার তিন সপ্তাহ কেটে গেলেও এখনো নতুন সরকার গঠন করতে পারেনি বাহিনীটি।

তালেবানের মুখপাত্র বলেন, পরিবর্তন আনতে প্রথমে ‘অন্তর্বর্তীকালীন’ ব্যবস্থা ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আমরা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কাজ করছি। এগুলোর সমাধান হয়ে গেলে শিগগিরই আমরা নতুন সরকার গঠন করব।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত