ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ভারতের দাপুটে জয়
লন্ডনের কিংসটন ওভালে প্রথম ইনিংসে ভারতকে ১৯১ রানে গুঁড়িয়ে দিয়ে ৯৯ রানের লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখেছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকেও দুর্দান্ত ব্যাটিং করে ৪৬৬ রান করে ভারত। ৩৬৮ রানের বিশাল টার্গেট তাড়া করেও জয়ের স্বপ্ন দেখা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২১০ রানে অলআউট হলে ১৫৭ রানের জয় পায় ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বিরাট কোহলিরা।
ভারতের এই জয়ে দুর্দান্ত বোলিং করেছেন রবিন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। দুটি করে উইকেট নেন জাদেজা, বুমরাহ ও শার্দুল। ৩ উইকেট নেন উমেশ যাদব।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন তরুণ ওপেনার হাসিব হামিদ। এছাড়া ৫০রান করেন অন্য ওপেনার ররি বার্নস। দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি ৫জন ব্যাটসম্যান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত