চিতলমারীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৪ জনকে বহিস্কার
সাগর মন্ডল, বাগেরহাট প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় চার জনকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় এ তথ্যটি নিশ্চিত করেছেন। বহিস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন ১ নং বড়বাড়িয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী অহিদুজ্জামান পান্না, ২ নং কলাতলা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান, শেখ ফরিদ ও ৫ নং চিতলমারী সদর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী ফরাজী।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে যারা নির্বাচন করতে যাচ্ছে তাদের দলে কোন স্থান নেই। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।
চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান জানান, ১ নং বড়বাড়িয়া, ২ নং কলাতলা ও ৫ নং চিতলমারী সদর ইউনিয়নে নৌকার প্রতীকের মনোনতি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে যারা বিদ্রোহী হয়ে নির্বাচন করছেন তাদের ইতোমধ্যে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি তাদের পক্ষে আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোন নেতা-কর্মী প্রচারণা চালায় তবে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত