৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
চতুর্থ টি-টোয়েন্টিতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ৯৩ রানেই গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। নাসুম-মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই থেমে যায় কিউইদের ইনিংস। সিরিজ জিততে হলে বাংলাদেশের দরকার ৯৪ রান।
৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা দেখেশুনে খেলে নাঈম-লিটন। দ্বিতীয় ওভার থেকেই অস্বস্তি দেখা যায় লিটনের ব্যাটে। পরের ওভারে আর টিকতে পারেননি তিনি। ম্যাকনকির বলে উড়িয়ে মারতে গিয়ে অ্যালেনের তালুবন্দী হয়ে ফিরেন তিনি। ১১ বল খেলে ৬ রান করেন লিটন। চলমান সিরিজে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লিটন। চার ম্যাচ মিলে লিটনের ঝুলিতে মাত্র ৫৫ রান। সর্বোচ্চ ৩৩ তুলেছিলেন দ্বিতীয় ম্যাচে।
গত ম্যাচে এক এজাজ প্যাটেলেই সর্বনাশ হয়েছিল বাংলাদেশের। ৪ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। আজকের ম্যাচেও বাংলাদেশের যম হয়ে এসেছে প্যাটেল। নিজের দ্বিতীয় ওভারে ২ রানের বিনিময়ে সাকিব-মুশফিককে তুলে নিলেন কিউই এই স্পিনার। সাকিব ফিরেন ৮ রানে ও খালি হাতেই প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক।
৭.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৬ রান।
বাংলাদেশ: ৯.২ ওভারে ৪৩/৩
নিউ জিল্যান্ড: ১৯.৩ ওভারে ৯৩
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত