খন্দকার মাহবুব লাইফ সাপোর্টে

লাইফ সাপোর্টে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ১৬ আগস্ট প্রখ্যাত এ আইনজীবীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও দুবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার মাহবুব হোসেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত