কুয়াকাটায় একের পর এক ভেসে এসেছে মৃত ডলফিন
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: কুয়াকাটা সমুদ্র সৈকতের তীরে ৫ ঘণ্টার ব্যবধানে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন মার্কেটের নিচে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। তারা পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি ও সৈকত রক্ষায় কাজ করা ইকোফিশ-২ প্রকল্পের সদস্যদের খবর দেয় তারা।
এর আগে সকাল সাড়ে ৮টায় গঙ্গামতির তেত্রিশকানি এলাকায় একই প্রজাতির ৬ ফুট লম্বা একটি মৃত ডলফিন পাওয়া যায়। মৃত্যুর কারন জানতে ওই ডলফিনটি সংরক্ষণ করা হয়ে। তার কিছু অংশ পরীক্ষানিরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হবে বলে জানিছেন জেলা মৎস্য কর্মকর্তা কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য সোহেল মাহমুদ জানান, সৈকতে নামতেই মৃত ডলফিনটি স্থানীয়দের চোখে পড়ে। মনে হচ্ছে দুপুরের জোয়ারে ডলফিনটি তীরে ভেসে এসেছে ।
প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একজন জেলে জানায়, অধিকাংশ সময় দেখা যায় ডলফিনগুলো সাগরে দলবদ্ধ ভাবে চলাফেরা করে। ৬৫ দিনের অবরোধের আগে কোন একদিন আমাদের জালে পাশাপাশি দুইটা ডলফিন আটকে গেছে। ওদের গায়ে অনেক শক্তি পুরো জালই মুড়িয়ে নষ্ট করেতে ছিলো। এতে আমরা তড়িঘড়ি করে জাল কেটে দিয়েছি পরে চলে গেছে তারপরে কি হয়েছে জানিনা । দুইটা ডলফিনে অনেক জাল ছিড়ে ফালাইছিলো সেদিন। অধিকাংশ সময় আমাদের জালে বাঝেনা ছিড়ে চলে যায় ঝাল নতুন হওয়ায় ওইদিন ছিঁড়তে পারেনি আটকে গেছে।
ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সৈকতের গঙ্গামতি পয়েন্টে বুধবার সকালে একটি মৃত ডলফিন পাওয়া যায়। সেটির কলিজা, জিব্বাহসহ বেশ কিছু স্যাম্পেল সংগ্রহ করে মাটি চাপা দেয়া হয়েছে। এখন যে ডলফিনটি পাওয়া গেছে, সেটা পচে যাওয়ার উপক্রম। তাই দ্রুত মাটি চাপা দিতে হচ্ছে।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, ৫ ঘণ্টার ব্যবধানে দুটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। এটা নিয়ে চলতি বছর মোট ১৯টি মৃত ডলফিন সৈকতে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত