পলাশপোল হাইস্কুল এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন’র উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

| আপডেট :  ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩০  | প্রকাশিত :  ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩০

স্বাস্থ্যবিধি মেনে পলাশপোল হাইস্কুল এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন’র উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের গুড়পুকুরের মোড়ে সংগঠনের আহবায়ক শেখ ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এ মাস্ক বিতরণ করেন।

তিনি বলেন, করোনা দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা বেড়েই চলেছে। কিন্তু অনেকেই স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলছেন না। তাই করোনার ভয়াবহতা সম্পর্কে স্বাস্থ্যবিধি মেনে সচেতনামূলক প্রচারণা চালাচ্ছে পলাশপোল হাইস্কুল এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, জীবন বাঁচাতে মাস্ক এর কোনো বিকল্প নেই। তাই নিজে মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন।

অন্যদের নিরাপদে থাকতে সহযোগিতা করুন। এসময় পলাশপোল হাইস্কুল এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন’র সদস্য সচিব মো. মুনসুর রহমান, সদস্য মো. আশরাফুল ইসলাম, মো. রাসেল আহমেদ, হাবিবুল বাসার পাপন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত