দুমকিতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ
জুবায়ের ইসলাম,দুমকি, পটুয়াখালী থেকে: দুমকি উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক রাজস্ব খাতের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে প্রতিষ্ঠানিক/ উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়েছে।
বুধবার ( ৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ উপস্হিত থেকে উপজেলার ১০টি প্রতিষ্ঠানিক জলাশয় ও ১টি উন্মুক্ত জলাশয় প্রায় ২৩৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাসুদ আলম মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর মিয়া প্রমূখ। উল্লেখ্য মাছের পোনা অবমুক্ত করেন দুমকি উপজেলা পরিষদ, পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা, সরকারি জনতা কলেজ , দুমকি থানার, লেবুখালী গুচ্ছ গ্রাম, জলিশা আবাসন, মুরাদিয়া দারুল উলুম হেফজ মাদ্রাসা, সালামপুর আমিনিয়া কামিল সিনিয়র মাদ্রাসার পুকুরে ও শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেকান্দার দফাদার বাড়ীর দরজা সংলগ্ন মুরাদিয়া নদীতে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত