১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হোস্টেল
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১২ সেপ্টেম্বর খুলছে স্কুল-কলেজ। ওই দিন থেকেই স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। পাশাপাশি একই দিনে ১৪টি নির্দেশনা মেনে খুলছে আবাসিক হোস্টেল। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনা ও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দেশনার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো-সব সমাবেশ স্থানসমূহ (ক্যাফেটেরিয়া, ডাইনিং, টিভি, স্পোর্টস রুম) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। রান্নাঘর থেকে রুমসমূহে সরাসরি খাবার সরবরাহ করতে হবে।
একাধিক শিক্ষার্থী একই বিছানা ব্যবহার করতে পারবে না। একসঙ্গে নামাজ, প্রার্থনা, সমাবেশ ইত্যাদি ক্ষেত্রে নির্দেশনা মেনে চলতে হবে। শিক্ষার্থীরা কোভিড আরটি-পিসিআর পরীক্ষা করে ফলাফল নেগেটিভ হলে হোস্টেলে উঠবে।
পুরো হোস্টেল জীবাণুমুক্ত রাখতে হবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলতে হবে। শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ হোস্টেলে অবস্থান করবেন না।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত