১ নভেম্বর থেকে যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না

| আপডেট :  ১০ সেপ্টেম্বর ২০২১, ০১:০৩  | প্রকাশিত :  ১০ সেপ্টেম্বর ২০২১, ০১:০৩

নতুন নিয়ম চালু করছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। আগামী ১ নভেম্বর থেকে তা কার্যকর হবে। এতে অনেক মোবাইল ফোনে এটি কাজ করবে না। সেই তালিকায় রয়েছে পুরনো অ্যান্ড্রয়েড, আইওএস ফোনও।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা এর আগের অপারেটিং সিস্টেমের ফোন এবং আইওএস ৯ বা তার আগের অপারেটিং সিস্টেমের ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। খোদ এসব ফোন প্রস্ততকারী প্রতিষ্ঠানগুলোই এ তথ্য জানিয়েছে। ফলে অনেক ব্যবহারকারীকে নতুন ফোন কিনতে হতে পারে।

যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না

# স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট ও এস ২।

# এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এল থ্রি টু ডুয়াল, এফ সেভেন টু ও এফ ফাইভ টু।

# হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু।

# অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এস প্লাস।

# সনি এক্সপিরিয়া, জেডটিই ও অ্যালকাটেল।

সাম্প্রতিক সময়ে হোয়্যাটসঅ্যাপে নানা জটিলতা দেখা দিচ্ছে। তা এড়াতে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এতে ব্যবহারকারীর সংখ্যা কমছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত