বাইডেন-জিনপিং ফোনালাপ: যেসব বিষয়ে কথা বললেন দুই বিশ্বনেতা
দীর্ঘ সাতমাস পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের আলাপে জলবায়ু পরিবর্তন, করোনাভাইরাস এবং বিভিন্ন অর্থনৈতিক ইস্যু উঠে এসেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বলা হয়েছে, এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী আগ্রহের ওপর জোর দিয়েছেন। প্রতিযোগিতা যাতে সংঘর্ষে পরিণত না হয় তা নিশ্চিত করার জন্য দুই নেতার দায়িত্ব নিয়ে আলোচনাও করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতার মধ্যে একটি বিস্তৃত ও কৌশলগত আলোচনা হয়েছে। আমাদের স্বার্থ যেখানে একত্রিত হয়- এমন ক্ষেত্র নিয়েও আলাপ হয়েছে। আবার যেসব ক্ষেত্রে আমাদের স্বার্থ, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়- সেগুলো নিয়েও কথা হয়েছে।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই কথোপকথনে অর্থনৈতিক ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ নিয়ে আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কথোপকথনটি ছিল অকপট এবং গভীর।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত