গোপালগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

| আপডেট :  ১০ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৫  | প্রকাশিত :  ১০ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৫

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বিষধর সাপের কামড়ে আব্দুল আলী মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। উরফি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আব্দুল আলী মিয়ার বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে।

চেয়ারম্যান ইকবাল হোসেন গাজী জানান, দুপুরে আব্দুল আলী মিয়া নিজ জমিতে কাজ করতে যান। এসময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে তিনি বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে জমিতে পড়ে থাকতে দেখে। এসময় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো বলেন, আসর বাদ জানাযা নামাজ শেষে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত