দুমকিতে ইয়াবাসহ শেবাচিমের কর্মচারী আটক

| আপডেট :  ১০ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৬  | প্রকাশিত :  ১০ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৬

জুবায়ের ইসলাম, দুমকি পটুয়াখালী থেকে: দুমকির লেবুখালীতে ২৫ পিস ইয়াবাসহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহায়ক মোঃ তরিকুল ইসলাম (২৮) কে আটক করেছে দুমকি থানা পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টায় নির্মাণাধীন লেবুখালীর পায়রা ব্রিজের দক্ষিণ পাশে পুরাতন জেলা গেট সংলগ্ন জৈনপুরী খানকায়ের পশ্চিম পাশের রাস্তায় দুমকি থানার এসআই সঞ্জীব কুমার সরকার ও কামরুল ইসলামের নেতৃত্বে ফোর্স সহ চেকপোস্ট চলাকালীন লেবুখালী ফেরিঘাট হতে আসা একটি মোটরসাইকেল তল্লাশি করে ২৫ পিস ইয়াবাসহ তরিকুল ইসলামকে আটক করা হয়।

উল্লেখ্য তরিকুল ইসলামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ভরশাকাঠির মৃত মোশারফ হোসেনের পুত্র। তাকে মাদক আইনে মামলা দিয়ে পটুয়াখালী কোটে প্রেরণ করা হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত