বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন সাতক্ষীরা জেলা কমিটির উদ্বোধন

| আপডেট :  ১০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৮  | প্রকাশিত :  ১০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৮

বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন সাতক্ষীরা জেলা কমিটির শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সাংবাদিক ঐক্য কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এ কমিটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, শ্রমিকের শ্রম ব্যতীত কোনো কিছু তৈরী করা সম্ভব নয়। তবে মালিকপক্ষ সবসময়ে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত রাখে। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক সংগঠন গড়ে তোলে। সেটি প্রতিষ্ঠা করতে আজকের এই শ্রমিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হাফিজুল্লাহ এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মো. মেহেদী আলী সুজয়, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো. মুনসুর রহমান। এসময় সংগঠনের সহ-সভাপতি মো. আব্দুস সামাদ গাজী, আব্দুস সালাম (বাচ্চু), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইপছুপ আলী, সহ-সম্পাদক মো. আনারুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মো. আনিসুর রহমান (বাবু), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রবিউল ইসলাম, কার্যকরী সদস্য মো. সোলাইমান হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত