বাগেরহাটে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় ইয়াবাসহ মোঃ মহসিন আলী (৪৯) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে চিতলমারী উপজেলার চিংগুড়ি গ্রামের দাড়িয়াবাড়ি এলাকার লিটন দাড়িয়ার ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২০২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক মোঃ মহসিন আলী যশোর জেলার কোতয়ালী উপজেলার তেতুলীয়া গ্রামের আতর আলী ছেলে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৬, খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ বজলুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। আটক মোঃ মহসিনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত