বেতন নিয়ে ঝামেলায় ক্লাব ছাড়লেন দানি আলভেজ

| আপডেট :  ১১ সেপ্টেম্বর ২০২১, ০৬:০২  | প্রকাশিত :  ১১ সেপ্টেম্বর ২০২১, ০৬:০২

মাসখানেক আগে তিনি ব্রাজিলকে অলিম্পিকে সোনা জিতিয়েছেন। সম্প্রতি জাতীয় দলে ফিরে নেইমারদের সঙ্গে অনুশীলন করেছেন। গত পরশু পেরুর বিপক্ষে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও খেলেছেন। সেই আলভেজের সঙ্গে তার ক্লাব সাও পাওলোর তুলকালাম চলছিল। দুই পক্ষের ঝামেলা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, ৩৮ বছর বয়সী এই তারকা ক্লাবই ছেড়ে দিয়েছেন!

সেভিয়া, বার্সেলোনা, জুভেন্টাস, পিএসজির মতো ক্লাবে খেলা শেষে ২০১৯ সালে সাও পাওলোতে খেলছেন আলভেজ। ক্লাবটির কাছে তার অনেক পাওনা ছিল। কিন্তু সেই পাওনা পরিশোধে গরিমসি করছিল ক্লাব কর্তৃপক্ষ। এতে চটে গিয়ে গতকাল শুক্রবার থেকে তিনি দলের অনুশীলনে যাওয়া বন্ধ করে দেন। এরপরই ক্লাব ঘোষণা দিয়েছে, আলভেজের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই।

রয়টার্স জানিয়েছে, সাও পাওলোর কাছে ১৮ কোটি টাকার বেশি বেতন পাওনা ছিল আলভেজের। ক্লাব দেনার অঙ্কটা স্বীকার করে সমঝোতার উদ্দেশ্যে আলভেজকে ভিন্ন একটা চুক্তির প্রস্তাব করেছিল, কিন্তু সেটি আলভেজ ফিরিয়ে দেন। স্বাভাবিকভাবেই আলভেজের পরবর্তী গন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। ইতোমধ্যে নাকি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে দুটি প্রস্তাব পেয়েও গেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত