বাগেরহাটে ট্রাকচাপায় নিহত জেলা ক্রিকেটদলের সাবেক অধিনায়ক

| আপডেট :  ১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৯  | প্রকাশিত :  ১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৯

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ট্রাকচাপায় জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ‌রে‌জোয়ান উল ইসলাম রিদু (৩৮) নিহত হয়েছেন। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রে‌জোয়ান উল ইসলাম রিদুর বাড়ি সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায়। তিনি জেলা ক্রিকেট দলে দীর্ঘদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান , রিদু কয়েক বছর থেকে দশানী সার্কিট হাউস মোড়ে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করে আসছিলেন। স্টোরের জন্য কলা কিনতে শনিবার সকালে তিনি যাত্রাপুর বাজারে যাচ্ছিলেন। পথে বাদামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গমবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রিদু।

এ সময় গমবোঝাই ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের চালক অন্যদের সহযোগিতায় তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক রিদুকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা দলের সাবেক এই ক্রিকেটারের মৃত্যুর খবরে তার সতীর্থরা হাসপাতালে ছুটে যান। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শেখ হায়দার আলী বাবু বলেন, প্রতিবছর বাগেরহাট জেলা দল গঠনে রিদুর ভূমিকা ছিল প্রশংসনীয়। সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতে জেলা ক্রিকেটের অনেক ক্ষতি হলো।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত