ম্যাচ চলাকালীন বল নিয়ে দৌড় দিল কুকুর, ভিডিও ভাইরাল

| আপডেট :  ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৪  | প্রকাশিত :  ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৪

মাঠে ম্যাচ চলাকালে পশুপাখি ঢুকে পড়ার খবর নতুন কিছু নয়। আন্তর্জাতিক ম্যাচে এমন ঘটনার খবর আগে বেশ কয়েকবার দেখা গেছে। কিন্তু অল-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি কাপের সেমিফাইনালে যা হলো তা দেখে কেউই হাসি আটকে রাখতে পারবে না। আয়ার‌ল্যান্ড নারী ক্রিকেট দলের টু্ইটারে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এরপর নেটিজেনদের নজরে আসার পর মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি।

ভিডিওতে দেখা গেছে, ম্যাচ চলছে এমন সময় মাঠের ভেতরে একটি কুকুর ঢুকে পড়েছ। কুকুরটির গলায় বেল্ট বাঁধা। কুকুরটির শুধু মাঠে প্রবেশ করা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু না, কুকুরটি বল মুখে নিয়ে দৌড়াতে থাকে। আর সেই বল ফিরে পাওয়ার জন্য কুকুরটির পেছন পেছন দৌড়াতে থাকেন ক্রিকেটাররা। এদিকে কুকুরের মালিকও গ্যালারি ছেড়ে মাঠে নেমেছেন। উদ্দেশ্য পোষ্যকে ধরা।

ভিডিওতে আরও দেখা গেছে, কুকুরটির সঙ্গে কেউই দৌড়ে পেরে উঠতে পারছেন না। অজানা কারণেই বল মুখে নিয়ে ব্যাটস ম্যানের কাছে চলে যায় কুকুরটি। আর এরপর ব্যাটস ম্যান তাকে আদর করে মুখ থেকে বলটি তুলে নেন এবং এরপর বোলারের হাতে তুলে দেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত