ফকিরহাটের ইউনাইটেড এম এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের জেলার ফকিরহাটের বেতাগা ইউনাইটেড এম এল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক প্রদ্যুত কুমার দাস এর আজ ১৪/০৯/২০২১ খ্রি. তারিখ শেষ কর্ম দিবস।এ উপলক্ষে এক বিদায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার ১৪ই সেপ্টেম্বর সকাল ১১ টায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে বিদায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস।
বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস । অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুত কুমার দাস বক্তব্য দিতে গিয়ে আবেগ প্রবন হয়ে পড়েন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ শ ম নাসিমউদ্দিন মাহাতাব, তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ্ শেখ,ধনপোতা মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ ইকরাম শেখ প্রমুখ।
প্রধান অতিথি স্বপন দাস তার বক্তব্যে বলেন প্রদ্যুত কুমার দাস এর অবদান বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় কখনো ভুলতে পারবে না। তিনি অবসর প্রাপ্ত শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত