দেবহাটার নোড়ার চকে ভুমিহীন সমিতির সভা

| আপডেট :  ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪২  | প্রকাশিত :  ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪২

দেবহাটার নোড়ার চকে ভুমিহীন সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকালে নোড়ার চক ব্রিজের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় ভূমিহীন নেতা মোকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এসময় ভূমিহীন নেতা নাছির উদ্দিন, আকবর আলী, শিহাব উদ্দিনসহ শত শত ভূমিহীন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জেলার হাজার হাজার বিঘা সরকারি খাস জমি ভূমিদস্যুরা জোরপূর্বক দখল করে খাচ্ছিল। ঐ ভূমিদুস্যদের কবল থেকে খলিশাখালীতে প্রায় এক হাজার বিঘা বিলান জমি ও মৎস্যঘের দখলে নিয়েছে ভূমিহীনরা। সেই ভূমিহীনদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন বক্তারা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত