বাগেরহাটে নিউমোনিয়ায় আক্রান্ত ১০ হাজার শিশু

| আপডেট :  ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫০  | প্রকাশিত :  ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫০

সোহেল রানা, বাগরহাট প্রতিনিধি: বাগেরহাটজেলার বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। শুধু সরকারি হাসপাতালগুলোতে গত এক মাসে ১০ হাজারের অধিক শিশু নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

আর বেসরকারি ক্লিনিকগুলোতে ভর্তি শিশুদের পরিসংখ্যান মিলিয়ে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের ইতিমধ্যেই সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এই সময়ে সরকারি হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিয়েছেন আক্রান্ত আরো ২০ হাজারেরও অধিক শিশু।

গত কয়েকদিনে বাগেরহাট সদর হাসপাতালসহ উপজেলা হাসপাতালের ধারন ক্ষমতার তিন থেকে চারগুন রোগী ভর্তি হচ্ছেন। শিশু ওয়ার্ডে শয্যা সংকটের কারনে হাসপাতালে মেঝে ও বারান্দায় চিৎকিসা দেওয়া হচ্ছে।

জেলার ৯টি উপজেলায় গত ১৫ আগস্ট থেকে নিউমোনিয়া অক্রান্ত শিশুর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত