সাংবাদিকবৃন্দ আলোচনা সভায় আর জে এফ জার্নালিস্ট মতবিনিময়

| আপডেট :  ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪১  | প্রকাশিত :  ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪১

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র শরীয়তপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর ২০২১) বিকালে শরীয়তপুরের চৌরঙ্গী মোড় বেপারী প্লাজার ২য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরজেএফ’র শরীয়তপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রোমান আকন্দের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন।

এ সময় বক্তব্য রাখেন, আরজেএফ’র স্থায়ী পরিষদের সদস্য আবুল হোসেন সরদার, শরীয়তপুর জেলা আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মো. শাহিন, সাধারন পরিষদের সদস্য মো. জাহিদ হোসেন, সাংবাদিক হৃদয় মোল্যা, সোহাগ সরদার, কাঞ্চন মালা, জুলিয়া হাসান পারুল, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান খোকন, শাহিন আলম, দাউদ মো. তুহিন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত