সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের পায়রা সেতু পরিদর্শন

| আপডেট :  ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫০  | প্রকাশিত :  ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫০

জুবায়ের ইসলাম,দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: দক্ষিনাঞ্চল বাসীর স্বপ্নের লেবুখালী পায়রা সেতুর নির্মাণকাজ কাজের অগ্রগতি দেখতে শনিবার (১৮সেপ্টেম্বর) সকাল ১১টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম আসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মালেক, উপসচিব মোঃ শামিমুজ্জামান, সুলতানা ইয়াসমিন, ফারজানা জেসমিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল, বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহামুদ সুমন, বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক প্রশান্ত কুমার দাস, পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, লেবুখালী পায়রা সেতুর প্রকল্প পরিচালক আঃ হালিম, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ও দুমকি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহজাহান আকন সেলিম প্রমুখ।

এসময় তিনি সেতু, টোল প্লাজা, সেতুর সংযোগ সড়ক পরিদর্শন করেন এবং নির্মান কাজে সন্তোষ প্রকাশ করেন। কিছু সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ হলেই সেতু উদ্বোধনের তারিখ জানানো হবে বলে তিনি মন্তব্য করেন। সচিব আর‌ও জানান এ নিয়ে তিনি ৫ বার এ সেতুর কাজের অগ্রগতি দেখতে এখানে আসেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত