সাতক্ষীরায় জামায়াতের ১০ নারী নেতা-কর্মী আটক
রাসেল কবির, সাতক্ষীরা, প্রতিনিধি: নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠককালে সাতক্ষীরায় জামায়াতের ১০ নারী নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৩টি জিহাদি বই। তারা সবাই জামায়াত ইসলামীর রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রী। শুক্রবার দুপুরে (১৭ সেপ্টেম্বর) এক প্রেসব্রিফিংয়ে এসব কথা জানান সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হুসেন।
তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামে শফির বাঁশতলা এলাকার জনৈক আব্দুল জলিলের বাড়িতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন জামায়াত ইসলামের ১০ নারী কর্মী শুক্রবার সকালে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অর্ন্তঘাতমূলক কর্মকাণ্ড পরিকল্পনার প্রস্তুতিকালে সদর থানা পুলিশ তাদের আটক করেন।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মাজেদা খাতুন(৪৫), ফিরোজা বেগম(৫৫), মর্জিনা খাতুন(৫০), ফরিদা খাতুন(৪৫), রাজিয়া খাতুন(৩৫), রাফিজা খাতুন(৪৫), বিউটি খাতুন(৪৫), সদর উপজেলার বাঁশদহা গ্রামের খাদিজা পারভিন(৪০), শহরের সুলতানপুরের চায়না পারভিন(৩৫) ও খুলনা জেলার নিরালা এলাকার আনোয়ারা বেগম(৫৮)।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত