কলেজে ভর্তি হয়ে বাড়িতে ফেরা হলো না শিক্ষার্থীর

| আপডেট :  ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:০৮  | প্রকাশিত :  ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:০৮

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে কলেজে ভর্তি হয়ে আর বাড়িতে ফেরা হলো না শিক্ষার্থী আবু হামজার। শনিবার (১৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ব্রিজ এলাকায় নছিমন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রান হারায় ওই শিক্ষার্থী। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবু নাইম মো: মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবু হামজা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে। সে পড়ালেখার পাশাপশি ডাচবাংলা ব্যাংক লিমিটেডের ঢাকার মতিঝিল শাখায় নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পরিদর্শক আবু নাইম মো: মোফাজ্জেল হক জানান, হামজা কাশিয়ানীর এম.এ খালেক কলেজে উন্মুক্ত শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে মোটর সাইকেলযোগে ফুকরার নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি নছিমনের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু হামজা মারা যান।

তিনি আরো জানান, এ ঘটনায় নিসমনসহ চালককে আটক করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত