শিমুলিয়া ঘাট থেকে মাঝি ঘাট ফেরী পারাপারের ব্যবস্থা চালু দাবি

| আপডেট :  ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৫  | প্রকাশিত :  ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৫

পদ্মা সেতু রক্ষার্থে ফেরীঘাট স্থানান্তর এবং দক্ষিণবঙ্গের গণমানুষেরা দুর্ভোগের মধ্যে পড়ে আছে। বিকল্প হিসেবে স্থাপিত ছাত্তার মাদবর হাট মঙ্গল মাঝি ঘাট মাঝিকান্দি শিমলিয়া ঘাট ফেরীঘাট দ্রুত চালুর দাবীতে গণ-অনশন চলছে। সাধারণ জনগণের মাধ্যমে গণঅনশনের মাধ্যমে এদিবে জানিয়েছেন তারা। গত ১৮ দিন যাবৎ বাংলা বাজার ফেরী ঘাট সরিয়ে নেওয়া হয়। জনসাধারণের দুর্ভোগের মধ্যে পড়েছে। যাতায়াতের জন্য নিদর্শন পাওয়া যায়নি। পদ্মা সেতু নির্মাণের কাজ চলছে সে জন্য সেতু নিরাপত্তার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাওয়া শিমুলিয়া ঘাট টু পূর্ব নাওডোবা মাঝি কান্দি, মঙ্গল মাঝির ঘাট ফেরী পারাপারের জন্য উপেক্ষা করা যাবে না অতি দ্রুত চালু করতে হবে। সেতুর দশ নাম্বার পিলারে কর্ণফুলী ফেরী বার বার আঘাতে নদীর নৌযান টার্নেলে বিপদ জনক অবস্থা শ্রোর্তের জন্য ফেরী বন্ধ করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত