বাউফলে ৯০ লক্ষ টাকা চুরির মামলায় ইউপি সদস্য গ্রেফতার
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহাঙ্গীর আকনকে নারায়ণগঞ্জ থানার একটি চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে। পরিবারের দাবি পরিকল্পিত ভাবে তাকে ফাঁসানো হচ্ছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে ওই ইউপি সদস্যকে তার নিজ বাড়ী থেকে বাউফল থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আকন উপজেলার নওমালা ইউপির ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও পশ্চিম বটকাজল গ্রামের মোঃ আজাহার আলী আকনের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ মডেল থানায় ২০১৮ সালে ৯০ লক্ষ টাকার একটি চুরি মামলা হয়। নারায়নগঞ্জ সদর মডেল থানার মামলা নং ৩৬(১০)১৮ ধারা ৩৮১/৩৪। ওই মামলার তদন্ত কর্মকর্তা নারায়নগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন এর নেতৃত্বে বাউফল থানা পুলিশের সহায়তায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আকন (৩৮) কে তার নিজ বাস ভবন থেকে গ্রেফতার করা হয়।
এদিকে তার বড় ভাই সাবেক মেম্বার জালাল আকন বলেন , রাত দেড় টার দিকে ৭/৮ জন পুলিশ আমার বাড়িতে আসে। আমার বাবা ঘরের দরজা খুলে দেয়ায় তারা আমার রুমে প্রবেশ করে আপনাকে বলে তাদের সাথে থানায় জেতে হবে।
এতে আমরা সবাই আতঙ্কিত হয়ে গেছি। তারা আমার মোবাইলটি নিয়ে বলে ওসি সাহেবের সাথে কথা বলে চলে আসবেন কোন সমস্যা নাই। আমাদের কথা শুনে পাশের ঘর থেকে ছোট ভাই জাহাঙ্গীর (বর্তমান মেম্বার) চলে আসে।
আমাকে পুলিশে থানায় নিয়ে যাচ্ছিল ছোট ভাই জাহাঙ্গীর আমার সাথে থানায় রওনা হয়। কিছুদূর যাওয়ার পরে তারা আমাকে ছেড়ে দিয়ে বলে আপনি বাড়ি চলে যায়। মেম্বার সাবকে (মোঃ জাহাঙ্গীর আকন বর্তমান মেম্বার) আমারা নিয়ে যাই ওসি স্যারের সাথে কথা বলে চলে আসবে।
তিনি আরও বলেন, কিসের মামলায় আমার ছোট ভাই জাহাঙ্গীরকে আটক গ্রেফতার করা হয়েছে তা আমারা কিছুই জানিনা। নিশ্চয়ই আমার ভাইকে ফাঁসানো হচ্ছে। তারা বলেছে নারায়ণগঞ্জ থানায় মামলা আছে। কিন্তু চলতি বছরে আমার ভাই নারায়ণগঞ্জে গেছে কিনা সন্দেহ আছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল-মামুন বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্য জাহাঙ্গীর আকনকে শনিবার নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন এর কাছে হস্তান্তরপূর্বক নারায়ণগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত