বাগেরহাটে গলা কেটে যুবককে হত্যা

| আপডেট :  ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:২১  | প্রকাশিত :  ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:২১

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মনির শেখ (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ রবিবার(১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়িছে। নিহত মনির শেখ মোল্লারহাট উপজেলার শাসন গ্রামের মুজিবুর শেখের পুত্র।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান বলেন, শনিবার গভীর রাতে মনির শেখ নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ খবর পেয়ে রবিবার সকালে সেখানে যায় । কারা কি কারণে এই যুবককে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত