বাহেরহাটে পারটেক্স হার্ডওয়্যার কারখানায় আগুন
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে টি কে গ্রুপের একটি পারটেক্স হার্ডওয়্যার কারখানায় আগুন লেগেছে।রোববার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভাংগড় এলাকার ভৈরব নদীর পাশে এ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় সাথে সাথে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সেইসাথে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তাও স্থানীয়রা সঠিকভাবে জানাতে পারছেননা।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করে জানান”অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কী কারণে আগুন লেগেছে, সে বিষয়ে কিছু বলতে পারছি না। আর কারখানার ভেতরে একটি বয়লার রয়েছে, সেটি বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে কিনা সেটিও এখন বলা যাচ্ছে না।তবে খুব শীঘ্রই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারবো বলে আশা করছি”।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত