ফের জয়ের পথে পুতিন

| আপডেট :  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৮  | প্রকাশিত :  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৮

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ‘ইউনাইটেড রাশিয়া’ দেশটির পার্লামেন্ট নির্বাচনে আবারও বড় জয়ের পথে রয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। গত শুক্রবার এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে আজ রবিবার স্থানীয় সময় রাত ৮টায় শেষ হয়েছে। খবর রয়টার্স এর।

এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, দেশটির বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি ও তার দলের নেতাকর্মীদের শক্ত হাতে দমনের মধ্য দিয়েই ভোটগ্রহণ শুরু হয়। পুতিন বিরোধী আন্দোলন গুঁড়িয়ে দেওয়া ও প্রতিপক্ষকে নির্বাচনে নিষিদ্ধ করার পর রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলই জয়ের পথে।

উল্লেখ্য, ৪৫০ আসনের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ ইউনাইটেড রাশিয়ার নিয়ন্ত্রণে। এই সংখ্যাগরিষ্ঠতার জোরেই গতবছর সংবিধান সংস্কার করে নেয় ক্রেমলিন। আর তাতে ২০২৪ সালের পর পুতিন আরও দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর অনুমোদন পান। তার সামনে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ সৃষ্টি হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত