শরীয়তপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলা

| আপডেট :  ২১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৯  | প্রকাশিত :  ২১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৯

রতন আলী মোড়ল, শরিয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জেলা সদর উপজেলা এক জন মহিলাকে প্রকাশে মারপিটের ঘটনার ভিডিও চিত্র ধারণ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলা।শরীয়তপুর পৌর সভায় সন্ত্রাসীরা সাংবাদিক রোকনুজ্জামান পারভেজকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রোকনুজ্জামান পারভেজ এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শরীয়তপুর জেলা প্রতিনিধি এবং শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রোকনুজ্জামান পারভেজ তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। হঠাৎ দোকানের সামনে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে নাজমুল মাদবর ও নাঈম মাদবরের নের্তৃত্বে ২০/২৫ জন লোক এসে এক নারীকে রড, লাঠি দিয়ে মারধর করছিল। আত্মরক্ষা করতে সাংবাদিক পারভেজের দোকানে ঢুকে পরে ওই নারী।

এসময় সন্ত্রাসীদের দোকান থেকে বের হতে বলে সাংবাদিক পারভেজ। তখন সন্ত্রাসীরা ভিডিও করছে কেন বলে পারভেজকে কিল-ঘুষি মারে ও রড দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনা স্থনে উপস্থিত হয়। আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

বিস্তারিত জানতে শরিয়তপুর জেলা সকল প্রতিনিধি সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত