লক্ষ্মীপুরের কমলনগরে শশুরপক্ষের হামলায় নারীসহ আহত ২
লক্ষ্মীপুর, নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে শশুরপক্ষের লোকজনের হামলায় নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাইজদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গত শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের ইসমাইলের বাড়িতে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, চরপাগলা গ্রামের হোসেন মিস্ত্রীর ছেলে ইউসুফের সাথে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩ নং দীঘলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রমারপোল গ্রামের শাহজাহানের কন্যা শাহীনুরের সাথে দুই বছর আগে বিবাহ সম্পুর্ন হয়। কিছু দিন সুখে শান্তিতে কাটানোর মধ্য দিয়ে দাম্পত্য জীবনে তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। সাম্প্রতিক তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এ নিয়ে স্ত্রী শাহিনুর বাবার বাড়িতে ফোনকলের মাধ্যমে বাবার বাড়িতে জানালে, তার পিতা শাহজাহান, মা দেলোয়ারা,ভাই হাছান,এমরান মিলে জামাতা ইউসুফের কমলনগরের বাড়িতে এসে ইউসুফের উপর হামলা চালায়। এসময় পাশের ঘরের পলি বেগম ছাড়াতে গেলে শশুরপক্ষের ধারালো টালিকোদাঁলের আঘাতে মাথায় মারাত্মক জখম হয়। এসময় ইউসুফের স্ত্রী শাহিনুর স্বামীর বিরুদ্ধে বাবা,ভাই ও মাকে লাঠিসোঁটা এগিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
পরে আহত অবস্থায় জামাতা ইউসুফ ও ইউসুফের ভাবি পলি বেগমকে স্থানীয়রা উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পলি বেগমের অবস্থার অবনতি দেখে তাকে মাইজদী সদর হাসপাতালে রেপার্ড করা হয়।আর ইউসুফকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে পলি বেগমকে মাইজদী সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আহত দুজনের অবস্থাই আসঙ্কাজনক।
আহত ইউসুফ ও পলি বেগমের পক্ষে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে আহতদের পরিবারের লোকজন এ বিষয়ে শশুর শাহজাহান বলেন,মেয়েকে মারপিট করার খবর পেয়ে জামাতার বাড়িতে যাই।বিভিন্ন বিষয়ে কথা বলার একপর্যায়ে ঝগড়ার সূত্রপাত হয়। এতে সে সহ তার এক ছেলে আহত হয়।তবে জামাতা ইউসুফ ও তার ভাবি গুরুতর আহত হওয়ার বিষয়ে শিকার করেছেন তিনি।
এ বিষয়ে কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোসলেউদ্দিন বলেন,বিষয়টি নিয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত