হকারদের কারণেই জ্যাম বেড়ে যাচ্ছে, নেই পুলিশের তৎপরতা

| আপডেট :  ২১ সেপ্টেম্বর ২০২১, ০১:০০  | প্রকাশিত :  ২১ সেপ্টেম্বর ২০২১, ০১:০০

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখল মুক্ত রাখতে প্রায়ই অভিযান চালায় পুলিশ। সেটা শুধু টহলে উচ্ছেদ পর্যন্তই থাকে। আর তাই পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে দখল হয়ে যায় ফুটপাত। আর নির্দিষ্ট সময়ের পর যখন পুলিশ আর কোন উচ্ছেদে অভিযান করতে বা টহল দিতে আসনে তখনই ফুটপাত সহ রাস্তাও দখল করে নেয় হকাররা। এসব সুযোগ সুবিধায় নগরীতে বেড়ে চলেছে হকার সংখ্যা। আর প্রতিনিয়ত ফুটপাতে পথচারী রাস্তায় যানবাহনের যাত্রী উভয় ভোগান্তিতে পড়ছেন। স্থায়ী কোন সমাধান না হওয়ায় ক্ষুব্দ নগরবাসী।
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখল মুক্ত রাখতে প্রায়ই অভিযান চালায় পুলিশ। সেটা শুধু টহলে উচ্ছেদ পর্যন্তই থাকে। আর তাই পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে দখল হয়ে যায় ফুটপাত। আর নির্দিষ্ট সময়ের পর যখন পুলিশ আর কোন উচ্ছেদে অভিযান করতে বা টহল দিতে আসনে তখনই ফুটপাত সহ রাস্তাও দখল করে নেয় হকাররা। এসব সুযোগ সুবিধায় নগরীতে বেড়ে চলেছে হকার সংখ্যা। আর প্রতিনিয়ত ফুটপাতে পথচারী রাস্তায় যানবাহনের যাত্রী উভয় ভোগান্তিতে পড়ছেন। স্থায়ী কোন সমাধান না হওয়ায় ক্ষুব্দ নগরবাসী।
তারা বলেন, ‘পুলিশ প্রতিদিনই হকার উচ্ছেদের নামে অভিযান চালায়। আদৌ তাদের কোন অভিযান সাধারণ মানুষের কাজে আসে না। বরং হকার নেতারা লাভবান হয়। পুলিশ আসছে টাকা দিতে হবে এ বলে হকারদের কাছ থেকে টাকা নেয়। এ নেতাদের কাছ থেকে পুলিশও টাকা পায়। পুলিশের অভিযান তখনই কার্যকর হবে যখন পুলিশ কিছু হকারকে ধরে জেল জরিমানা করবে। তাদের তো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও সাজা দিতে পারে। কিন্তু আজ পর্যন্ত একটা হকারকে আটক কিংবা সাজা হতে দেখিনি। যার জন্য পুলিশের এসব শুধু মাত্র লোক দেখানো।’
চাষাঢ়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘পুলিশ অভিযান করছে আমরা সেটা দেখছি। পুলিশ অভিযান করলে হকার থাকে না কিন্তু চলে গেলে আবারও ফুটপাত দখল। এটা কেমন অভিযান? ‘আজ পর্যন্ত এমন একটা অভিযানের খবর পেলাম না যে নিষেধাজ্ঞা অমান্য করে ফুটপাতে হকার বসায় পুলিশ আটক করে সাজা দিয়েছে। কিংবা জরিমানা করেছে। আমরা হকারদের বিষয়ে বিষয়ে স্থায়ী সমাধান চাই।’
নারায়ণগঞ্জ জেলা ট্রাফিকের টিআই কামরুল ইসলাম বলেন, ‘হকার উচ্ছেদে আমাদের অভিযান প্রতিদিনই চলছে। আমরা মানবিক দিক বিবেচনা করে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে আমরা চেষ্টা করছি ফুটপাত দখল মুক্ত রাখতে। তবে এ বিষয়ে সিটি করপোরেশন সহ এ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবেই হকার সমস্যা স্থায়ী সমাধান সম্ভব।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত